অবতক খবর , উত্তর দিনাজপুর :     বর্ষার মধ্যে রাস্তা বেহাল হয়ে পড়ায় গ্রামের মানুষ চরম সমস্যার মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিদিন।এমনি অভিযোগ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন রাধিকাপুর থেকে নারায়ানপুর যাবার রসস্তা।

এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে। রাস্তার এক পাশে টাঙ্গন নদী। বর্ষার মধ্যে এক প্রকার চলাচল অযগ্য হয়ে পড়ে চার চাকার গাড়ি দুরেই থাক সাইকেল মটোর সাইকেল নিয়ে যেতে সমস্যা হয় রাস্তায় কাদা হবার জন্য। কোন মানুষ অসুস্থ্য হয়ে পড়লে রোগীকে চিয়ারে কিংবা মাচা বানিয়ে ঘাড়ে করে নিয়ে যেতে হয় রাধিকাপুর পর্যন্ত।

গ্রামবাসীদের অভিযোগ নির্বাচনের সময় প্রতিটি রাজনৈতিক দল রাস্তা করে দেওয়ার আস্বাস দিলেও নির্বাচন শেষ হতেই সব কিছু ভুলে যায়। আর তারা প্রতিবছর বর্ষার মধ্যে চরম সমস্যার মধ্য দিয়ে করে।