অবতক খবর,সংবাদদাতা,মালদা,১৮ই মে:: বর্ষা আসার আগেই সংস্কারের কাজ শুরু করলো ইংরেজবাজার পৌরসভা। সেইমতো বুধবার দুপুরে ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল এবং ইংরেজবাজার পৌরসভার কর্মীদের উপস্থিতিতে মালদা শহরের বড় সাঁকো রবীন্দ্র ভবন এলাকায় জেসিবি দিয়ে ড্রেন সংস্কারের কাজ শুরু হলো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা মন্ডল জানান, যে প্রত্যেক বছর এই বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়েন তিন নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা।
সে কথা মাথায় রেখে এই ড্রেন সংস্কারের কাজ শুরু করা হয় আজ থেকে। এই রবীন্দ্র ভবন এলাকা দিয়েই মালদা শহরের মালঞ্চপল্লী কৃষ্ণপল্লী, বড় সাঁকো সহ একাধিক এলাকায় জল বের হয়। বিগত কয়েক বছর ধরে সে সংস্কারের কাজ বন্ধ ছিল। তাই পুনরায় সেই ড্রেন সংস্কারের কাজ করা হচ্ছে। যাতে বর্ষার সময় সাধারণ মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায়।