অবতক খবর,৩১ ডিসেম্বরঃ “কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি বৃদ্ধ বছর উধাও হল ভূতের মুলুক খুঁজি, নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে ,বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে” দেখতে দেখতে আমরা চলে এসেছি বছরের একদম শেষ দিনে রাত পোহালেই নতুন বছর ২০২৩।কিছু হারানো কিছু ফিরে পাওয়া ভালো-মন্দ সব মিলিয়েই রাত বারোটায় আমরা বিদায় জানাব ২০২২কে। নতুন বছরকে বরণ করার উন্মাদনায় শহর থেকে জেলা তাই মেতে উঠেছে বর্ষ শেষে বর্ষবরণের উৎসবে পিকনিক পার্টি হইহুল্লোড়।
নতুন বছরের নতুন নতুন প্ল্যান, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার উন্মাদনা, প্রিয়জনকে নিয়ে কাটানো মুহূর্ত অনেক মজা।অনেক হাসি নিয়ে বছরের প্রথম দিনটাকে সুন্দর করে তোলবার জন্য সকলেই এখন ব্যস্ত আর তাই আজ বর্ষশেষের রাতে চলছে তারই প্রস্তুতি। সেদিন দেখা গেল বক্রেশ্বর মন্দিরে তারই প্রস্তুতি।বক্রেশ্বর মন্দির চত্বরে প্রতিবছরের মতোএ বছরওমানুষের ভীর থাকবে চোখে পড়ার মতো এমনটাইই মনে করছেন সাধারণ মানুষ।