অবতক খবর,৮ মার্চ,নদিয়া :- অসময়ে বাণী বন্দনা অর্থাৎ সরস্বতী পূজো দেখে অবাক হচ্ছেন তাই তো ? প্রবল শৈত্য প্রবাহের একেবারে অন্তিম প্রহরে গ্রীষ্মের প্রবল দাবদাহের প্রাক মুহূর্তে , অর্থাত্ বলা যায় মৃদু মন্দ বসন্তের বাতায়নে আজ শান্তিপুর শহরের ফটক পাড়া অঞ্চলে পেশায় ভূগোলের গৃহ শিক্ষক বা প্রাইভেট শিক্ষক নিলয় কান্তি দাসের বাড়ীতে মহাসমারোহে প্রত্যক্ষ করা গেলো বাণী বন্দনার আয়োজন অর্থাৎ সরস্বতী পূজো ।

কিন্তু সরস্বতী পূজোর সময়ে পুজো না করে এখন কেন ও কি কারণে সরস্বতী পূজো তার উত্তরে শিক্ষক মহাশয় নিলয় কান্তি দাস আমাদের জানালেন সরস্বতী পুজোর সময়ে তাদের এক আত্মীয় পরলোক গমন করার কারণে সেই সময়ে তার বাণী বন্দনা বা মাতৃ আরাধনা করা সম্ভব হয় নি । তারই কারণ বশত এই ফাল্গুন মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী মাতার আরাধনা করছেন বলে আমাদের জানাচ্ছেন ।

অন্যদিকে আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা , সেই কারণ বসত আজ সকালে ও পরীক্ষা শেষে বিকালে বিদ্যার দেবীর কাছে ছাত্র ছাত্রীদের যথেষ্ঠ আনাগোনা বেড়েছে বলেই জানা যাচ্ছে । তবে ৫০ বছরের বেশি সময় ধরে শান্তিপুর ফটক পারার অন্তর্গত শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমির প্রয়াত ও প্রাক্তন শিক্ষক শ্রী প্রাণ বল্লভ দাসের বাড়ীতে এই সরস্বতী দেবীর আরাধনা হচ্ছে বলে জানালেন শিক্ষক নিলয় কান্তি দাস ।