গাঙ্গেয় পারে বোমার ধোঁয়া। মৃত শিশু আছে শোওয়া। মাগো তোমার শুধু আসা যাওয়া!
বসন পরো
তমাল সাহা
নিজেই অমাবস্যা ডেকে আনো
অন্ধকারে কি বেচো কি কেনো,
তুমিই জানো!
বসন পরো মা বসন পরো!
তুমি এত উলঙ্গ কেন?
নিজ হাতে সন্তান মারো
নিজ হাতেই খড়্গ ধরো
গলায় ঝোলে মুণ্ডমালা।
তোর ভুবনে খেলা মেলা
শরীর কেন তোর খোলামেলা?
বসন পরো মা বসন পরো!
তুই মা কার ঘরণী
কেন হলি চাকরি চোরণী?
তোর মা কিসের অভাব
কেন এই মলিন স্বভাব?
তুই তো নিজেই ধরা, নিজেই ধরণী!
এই কি তোর কামাইবাজি
নিজেই নিলি তবিলদারি।
তবে কেন তুই ডাকলি আমায়
কেন হলি হত্যাকারী?
রাখবি কোথায় এতো দৌলত টাকাকড়ি?
একান্ন পীঠ ছড়িয়ে তোর জমিদারি
ভাগের অংশ আড়াআড়ি।
বসন পরো মা বসন পরো!
কালীঘাটের নামে কলঙ্ক বড়
তোর এই নগ্নিকা রূপ!
রামপ্রসাদ বলে, ভয়ংকর মা!
ভয়ে আমরা জড়োসড়ো।
বসন পরো মা বসন পরো!