অবতক খবর: রাহুল গান্ধীর সাংসদ-পদ ‘অন্যায় ভাবে’ খারিজের প্রতিবাদে সারা দেশে বুধবার মৌন সত্যাগ্রহ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। রাহুল-প্রশ্নের পাশাপাশিই বাংলায় ‘গণতন্ত্র হত্যা’র প্রতিবাদেও মৌন সত্যাগ্রহ পালন করছে প্রদেশ কংগ্রেস।
দলের নেতাদের বক্তব্য, কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার যেমন বিরোধী কণ্ঠ দমন করতে চাইছে, তেমনই এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধী বলে কিছু রাখতে চাইছে না। যার প্রতিফলন দেখা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। এ দিনই বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে সত্যাগ্রহে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কলকাতায় গান্ধী মূর্তির নীচে সত্যাগ্রহ কর্মসূচিতে ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বাংলায় এআইসিসি-র সহ-পর্যবেক্ষক শরৎ রাউত, কৃষ্ণা দেবনাথ, তপন আগরওয়াল, সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন পাল, রানা রায়চৌধুরী প্রমুখ।
বহরমপুরে প্রদেশ সভাপতি অধীর বলেছেন, ‘‘রাহুল গান্ধীর আতঙ্কে ভুগছেন নরেন্দ্র মোদি! তাঁরা রাহুলের মুখ বন্ধ করতে চান। কিন্তু তাঁর মুখ বন্ধ হবে না। রাহুলের একটাই স্লোগান, ‘ডরো মাত’। মোদির স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি।’’