অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বহরমপুর শহরের সরস্বতী পুজোয় রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প ভাবনা নিয়ে মাতৃ প্রতিমা পুজো করলেন বহরমপুর আমরা সবাই ভৈরব তলা পূজা কমিটি।

কমিটির সদস্যরাজানালেন মানুষ খাদ্য ও বস্ত্র পাচ্ছে তার সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প মানুষের কাছে খুব প্রয়োজন।

তারা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ১৬ বছরের বহরমপুর আমরা সবাই ভৈরব তলা পূজা কমিটি এমন নতুনত্ব উদ্যোগ নিয়েছেন ।  তারা জানাচ্ছেন পরিচিত কিছু জন বেসরকারি নার্সিং হোম থেকে চিকিৎসা করিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে তাই তারা সরস্বতী পুজোর থিম হিসাবে তুলে ধরেছে।এখানে দেবী সরস্বতী তুলে দিচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড।