অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ বহরমপুর গান্ধী মূর্তির পাদদেশে কালেক্টর বিল্ডিং এর সামনে মুর্শিদাবাদ জেলা কর আদায়কারী সমিতি ৬দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করল তাদের দাবি

১) উপযুক্ত বেতন প্রদান করতে হবে। ২) স্থায়ীকরণ করতে হবে। ৩) অন্যান্য কর্মচারীদের মত সুযোগ সুবিধা প্রদান করতে হবে অবসরকালীন ভাতা প্রদান করতে হবে। ৪) অবিলম্বে 33% সংরক্ষণ কোটায় নিয়োগ করতে হবে। ৫) অনিয়মিত ছাঁটাই বন্ধ করতে হবে। ৬) বিবিধ।দীর্ঘদিন ধরে এই অস্থায়ী কর আদায়কারী সমিতির ৩১৫ জন জেলায় কাজ করে চলেছে।

সমিতির সভাপতি মহিদুল ইসলাম জানালেন বলতে লজ্জা হলেও দৈনিক তাদের কুড়ি টাকা মাসিক ৬০০ টাকা তাদের রোজগার হয়। ২৫০ টি গ্রাম পঞ্চায়েতে কাজ করে , এই ৩১৫ জন অস্থায়ী কর্মী।

বামফ্রন্টের আমলে জিপি নিয়োগের সম্মান দিয়েছে , এই কর আদায়ের টাকায় জিপি রক্ষণাবেক্ষণ হয়। বহু নেতাকে জানানো হলেও আশ্বাস পাওয়া গেছে কিন্তু এখন সব ভ্রান্ত হয়ে গেছে।যদি তাদের দাবি না মানা হয় এরপরে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন বলে জানালেন।