অবতক খবর :: মুর্শিদাবাদ :: বিশ্বে করোনাভাইরাস এর দাপট এ রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংস্থা সকলেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বহরমপুর গোয়ালপাড়া তরুণ সংঘ ক্লাব এর পক্ষ থেকে প্রায় ৫০০ জন দুস্থ অসহায় মানুষকে চাল ডাল তেল ও অন্যান্য সামগ্রী তুলে দিলেন।
লকডাউন এর কারণে তরুণ সংঘ ক্লাবের সমস্ত পুজো ও মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। অক্ষয় তৃতীয়া গোয়ালপাড়া মাঠে বড় আকারে দশ মুন্ডু কালী মেলা হয়। কিন্তু লকডাউন এর কারণে হনুমান পুজো বন্ধ রাখা হয়েছে। ক্লাবের সদস্যরা বিভিন্ন পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।
ক্লাবের সম্পাদক জানালেন খাদ্য সামগ্রী একসঙ্গে অনেক লোককে দিলে দূরত্ব বজায় রাখা সম্ভব হতো না, তাই সরকারের নিয়মকে অমান্য না করে অল্প সংখ্যক মানুষ ডেকে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এই ক্লাব অক্সিজেন সিলিন্ডার মানুষের বাড়ি পৌঁছে দিয়ে আসে। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানুষের অসুবিধা তাদের পাশে সব সময় থাকেন ক্লাবের সদস্যরা।