অবতক খবর,৬ ফেব্রুয়ারিঃ বহরমপুর শহরে এক বিশাল মিছিল নিয়ে ভারতীয় জনতা পার্টি সাগরদিঘী উপনির্বাচনে তাদের প্রার্থী নমিনেশন পত্র জমা দিলেন। এই নমিনেশন পত্র জমা দেয়ার আগে বহরমপুর শহরে বিজেপির বিরাট মিছিল করে শহর পরিক্রমা করে। এই মিছিল থেকে রাহুল সিনহা তিনি বলেন কে কার সঙ্গে জোট করছে কি করছে না সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় কারণ গতবার সিপিএম এবং কংগ্রেস দুই জনের ভাড়ার শূন্য ছিল।
সুতরাং শূন্যের সাথে শূন্য যোগ হলে শূন্যই হয় তিনি আরো বলেন গতবার সাগরদিঘিতে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম এবার মানুষ বর্তমান সরকারের আসল চেহারা মানুষ দেখে নিয়েছে তিনি বলেন যে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এই সাগরদিঘী নির্বাচন কেন্দ্র থেকে এবার বিপুল ভোটে জয়লাভ করবেন। বর্তমানে মানুষের আর এই সরকারের প্রতি কোন বিশ্বাস নাই মানুষ তাই এখন বিজেপিকে বিশ্বাস করছে কারণ জানে বিজেপি লোকের কল্যাণ করতে চাই উন্নয়ন করতে চাই এবং গরিব মানুষের কাছে সুযোগ-সুবিধা পৌঁছে দিতে চাই সেই কারণের জন্য আজকে যেটা প্রমাণ হয়ে গেছে তখন আপনারা দেখতে পাবেন বিজেপির সাথে বিজেপির পাশে অজস্র লোক এখন সমবেত হচ্ছে। তার প্রমাণ আজ জেলা বাসি দেখতে পেলেন যে মিছিল হল কোন গাড়ি-ঘোড়া দিয়ে মানুষ আনতে হয়নি স্বতঃস্ফূর্তভাবে মা-বোনেরা ভাইয়েরা সব রাস্তায় নেমে পড়েছে, আজকের যে নমিনেশনের মিছিল আগামী দিনে সকলের আশীর্বাদ নিয়ে দিলীপ ঘোষ সাগরদিঘী উপনির্বাচনে জয়লাভ করে বিজয় মিছিল করবে জানালেন রাহুল সিনহা।