নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    বিশ্ব মহামারী করোনার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন ,সব থেকে বেশি সমস্যায় পড়েছে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা তাই তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে , রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে , এছাড়াও কেন্দ্র সরকার বেসরকারিকরণ করে বিভিন্ন সংস্থাকে বিক্রি করে দিচ্ছে এ ধরনের একাধিক দাবি-দাওয়া জানিয়ে তারা বিক্ষোভ সমাবেশে সামিল হন ।

সিপিআইএম কর্মী তাপস চক্রবর্তী বলেন , বর্তমান কঠিন পরিস্থিতিতে এপিএল বিপিএল না ভেবে সকল গরিব মানুষদের ছয় মাস ১০ কেজি করে রেশন দিতে হবে এবং আমফানে ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে আর্থিক সাহায্য করতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে ।