নরেশ ভকত :: অবতক খবর ::১৩ই,ডিসেম্বর :: বাঁকুড়াঃ :: বৃহস্পতিবার মেজিয়া হাইস্কুল ফুটবল ময়দানে এই সহায়ক যন্ত্র গুলি তুলে দিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, স্থানীয় বিধায়ক স্বপন বাউরি, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস বটব্যাল।

মেজিয়া সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মলয় মুখোপাধ্যায় তথা প্রতিবন্ধিদের সাহায্যে এগিয়ে আসা সমাজকর্মী মলয় মুখোপাধ্যায় বলেন, নদীয়া জেলার ইউনিটি ফর নৈহাটি সংস্থার কর্নধার গৌরচন্দ্র দাস আমাদের কর্মকান্ড দেখে যোগাযোগ করতে বলেন। তারপরই ২০১৮ সালের মেজিয়া বইমেলায় আমরা জেলার দিব্যাঙ্গদের চিহ্নিত করি।

মলয় মুখোপাধ্যায় বলেন, ট্রাই-সাইকেল, হুইল-চেয়ার, শ্রবণযন্ত্র, অন্ধদের জন্য সহায়ক সরঞ্জাম ইত্যাদি মিলিয়ে ৫৪৭ জনকে চিহ্নিত করে এদিন সরঞ্জাম গুলি তাদের হাতে তুলে দিয়েছি।

মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, মেজিয়া সাংস্কৃতিক মঞ্চ যেভাবে সমাজের জন্য কাজ করছে তা প্রশংসনীয়। আমাদের সরকার তাদের পাশে সব সময় থাকবে | ইউনিটি ফর নৈহাটি সংস্থার কর্মকর্তা গৌরচন্দ্র দাস বলেন, ভারত সরকারের “রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গর্জন” সংস্থার সাহায্যে এই সহায়ক যন্ত্রগুলি পাওয়া গেছে।