অবতক খবর, বাঁকুড়া: রবিবার শুরু হল শ্রমিক মেলা ২০২০। বাঁকুড়া খ্রিস্টান পাড়ার মাঠে এই মেলা শুরু হয়। শ্রমিক মেলার উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। মেলায় আজ বেশ কিছু দুস্থদের হাতে আর্থিক সহায়তার জন্য চেক তুলে দেওয়া হয় । পিছিয়ে পড়া দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষের সার্বিক উন্নতির জন্য এই মেলার আয়োজন করা হয় ।এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু , রাজ্যের শ্রমমন্ত্রীর মলয় ঘটক , পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, এস এ বাবা (অতিরিক্ত মুখ্য সচিব শ্রম দপ্তর ) সহ একাধিক বিশিষ্টবর্গ।
রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন , বামফ্রন্টের সময় ২০০০ থেকে ২০১১ অনুদানের পরিমাণ ছিল নয় কোটি, এখন ষোল হাজার আশি কোটি । সামাজিক সুরক্ষা যোজনায় এক কোটি কুড়ি লক্ষ রেজিস্ট্রেশন পেরিয়ে গিয়েছে , এই মেলাতে আরোও রেজিস্ট্রেশন চলছে । সুতরাং গোটা পশ্চিমবঙ্গে আরও ১০-১৫ লক্ষ রেজিস্ট্রেশন হয়ে যাবে বলে মনে করেন তিনি । মুখ্যমন্ত্রী যেভাবে প্রকল্প তৈরি করে দিয়েছেন তাতে একটা পরিবারের যে সময়ে আর্থিক পরিষেবা দরকার হয় এই সামাজিক সুরক্ষা যোজনা তে সেটা আছে । তবে সাম্প্রতিক বাঁকুড়ার সারেঙ্গা পানীয় জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছিল সে বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না, যতক্ষণ না বিস্তারিত কিছু জানা যায় আইনের উপরে কমেন্ট করা ঠিক নয় ।