অবতক খবর , নরেশ ভকত , বাঁকুড়া : বাঁকুড়া জেলার পুলিশ সুপারের উদ্যোগে পালিত হল রক্ত দান শিবিরের মাধ্যমে প্লাজমা ডোনেশন ক্যাম্প । এই ক্যাম্প এর মাধ্যমে যারা এখনো কভিড আক্রান্ত হয়ে আছেন তাদের প্রয়োজনে প্লাজমার দরকার হলে অতি সহজে প্লাজমা দান করতে পারেন তার জন্যই আজকের এই অনুষ্ঠান।
পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ ও প্লাজমার অভাবে মারা না যান তাই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্লাজমা জমা থাকবে ইতিমধ্যেই পুলিশকর্মীদের মধ্যে ৩৭৪ জন কোভিড আক্রান্ত হয়ে ছিলেন তারমধ্যে ৩০০ জন পুলিশকর্মী পুরোপুরি সুস্থ ও আরো ৭৪ জন পুলিশকর্মী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে লড়াই করছেন।
এই প্লাজমা পেলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন কিন্তু এই অনুষ্ঠানের মধ্য একটি দুঃখের খবর যে করোনা আক্রান্ত হয়ে এক পুলিশকর্মী গতকালই মারা গেছেন।