অবতক খবর,৪ সেপ্টেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়া দু’নম্বর ব্লকের অন্তর্গত প্রতাপপুর গ্রামে ১০০টি পরিবার রয়েছে। প্রতি বছর পুজোর সময় মহারাষ্ট্র, গুজরাট,দিল্লি, ঝাড়খন্ড, কলকাতা,আসানসোল সহ বিভিন্ন জায়গায় ঢাক বাজাতে যেতেন তারা।
কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর থেকে তারা বাড়িতেই ছিলেন,কোথাও যেতে পারেননি ঢাক বাজাতে।এখন দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন ঢাকি পরিবারগুলি।
পুজোর আগে এবছরও তারা বরাদ্দ পেয়েছে ভিন রাজ্য বা পার্শ্ববর্তী জেলা থেকে।
কিন্তু চিন্তায় দিন গুনছিলেন তারা। কিভাবে ঢাক নিয়ে তারা বাজাতে যাবেন,কারণ তাদের তো করোনা ভ্যাকসিন নেওয়া হয়নি।
ভ্যাকসিন না নেওয়া হলে ট্রেনে,বাসে করে তারা তো যেতে পারবেন না সেই জায়গায়।
সেই চিন্তার মধ্যে তারা দিনের পর দিন বাড়িতেই ছিলেন।
বাঁকুড়া ২ নম্বর ব্লকের কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক দেবজ্যোতি গোস্বামীকে ঢাকিরা লিখিত আবেদন করেন যে, করোনার টিকা না নিলে তারা বাইরে ঢাক বাজাতে যেতে পারবেন না। ঢাক না বাজাতে পারলে পরিবারের হাতে পয়সাও খ
তুলে দিতে পারবেন না।
তাদের লিখিত আবেদনের ভিত্তিতে আজ প্রতাপপুর গ্রামে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ও কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভ্যাকসিনের ক্যাম্প হয়। সেখানে ১০০ জন ঢাকি ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নিতে পেরে খুশি তারা।
তারা আশাবাদী এই ভ্যাকসিন নেওয়ার পর তারা আবার ঢাক বাজাতে যেতে পারবেন ভিন রাজ্য বা পার্শ্ববর্তী জেলায়।