অবতক খবর,১১ নভেম্বর, বাঁকুড়াঃ বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন অঞ্চলের জামথল সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনিক স্তরে বারবার অভিযোগ জানানো হলেও কোন রকম সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই সেতু দিয়ে ই পারাপার হন প্রায় ১০ থেকে ১১ টি গ্রামের হাজার হাজার মানুষ। গতবার বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেছিলেন জামথোল গ্রামবাসীরা।
কিন্তু তারপরে প্রশাষন ব্রিজ তৈরির আশ্বাস দিলেও ব্রিজ তৈরি হয়নি বলে অভিযোগ। তাই আজ শুক্রবার সকাল ১০ঃ০০ নাগাদ বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কের অঙ্কিত মোড় এর কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে হাজার খানেক গ্ৰামের মানুষজন। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ওভারব্রিজ তৈরি করতে হবে, না হলে এই বিক্ষোভ কর্মসূচি চলবে।। টানা দু’ঘণ্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের পক্ষ থেকে ছাতনা থানা আইসি ও ছাতনা বিডিও। দ্রুত ব্রিজ তৈরির আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে।