অবতক খবর,৯ আগস্ট,বাঁকুড়া:- গত কয়েকদিন ধরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে বাঁকুড়া কোতুলপুরের দেশরা গ্রামের বাসিন্দা দেশরা গ্রাম থেকে আসা রোগীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারপরে তার পরিবারের বেশ কয়েকজন গত কয়েকদিন ধরে সম্মিলনী মেডিক্যাল কলেজ চত্বরে থাকেন। অস্থায়ীভাবে সেখানে চা খাইয়ে ঘুম পাড়িয়ে সর্বস্ব লুট করল চোরের দল।
এইরকমভাবে হাসপাতাল চত্বরে ঘুরে বিভিন্ন প্রতারক থেকে আরম্ভ করে এই চোরের দল বাঁকুড়া মেডিকেল কলেজে হাসপাতালে গ্রামগঞ্জের থেকে রোগী নিয়ে এসে ভর্তি করেন অসহায় পরিবারের মানুষজন। তারা কষ্ট করে তাদের শেষ সম্বল টুকু দিয়ে চিকিৎসা করাতে আসেন এই হাসপাতলে।
কিন্তু এইভাবে চুরি হয়ে যাচ্ছে তাদের শেষ সম্বলটুকু। চিকিৎসা করতে নিয়ে আসা পুলিশ একজনকে ধরলেও এখনো পর্যন্ত এখনো উদ্ধার করতে পারেনি চুরি হয়ে যাওয়া বেশ কয়েক হাজার টাকা। এখন রোগীর পরিবারদের একটাই চিন্তা আবার কোথায় টাকা পাবে এবং তারা কিভাবে বাড়ি ফিরে যাবে।