অবতক খবর,৪ মার্চ,বাঁকুড়া:- লরির ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পুয়াবাগানের কাছে। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা পথ অবরোধ করার পাশাপাশি ওই সড়কের উপর দিয়ে যাওয়া একের পর এক গাড়িতে ভাংচুর চালায় উত্তেজিত জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে ৬০ এ জাতীয় সড়কের উপর আজ পুয়াবাগান মোড়ের কাছে আচমকাই ধলডাঙ্গা থেকে পুয়াবাগানের দিকে যাওয়া একটি বেপোরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় এক সাইকেল আরোহীর। দুর্ঘটনায় ওই ব্যাক্তির মৃত্যুর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকে উত্তেজিত জনতা ঘটনাস্থলে হাজির হয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজিত জনতা এই সময় ওই সড়কের উপর দিয়ে যাতায়াতকারী ৬ টি গাড়িতে ভাংচুর চালায় বলেও অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।