অবতক খবর,২৩ আগস্ট,বাঁকুড়া:- বাঁকুড়া ১ নম্বর ব্লকের বোলাড়া গ্রামের নাপিত পাড়ায় মেরেকেটে বসবাস করে পঞ্চাশটি পরিবার।

গতকয়েক দিন আগে সকাল থেকে এই গ্রামে একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। ঘন ঘন পাতলা পায়খানা, বমি, পেটে ব্যাথা সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে শুরু করে। গ্রামবাসীদের দাবি, পর প্রায় চল্লিশ জন গ্রামবাসীর শরীরে উপসর্গ দেখা দেয়।

এখন আতঙ্ক কাটিয়ে আক্রান্তেরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আক্রান্ত গ্রামবাসীদের ওআরএস সহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়। পরীক্ষার জন্য গ্রামের পানীয় জলের উৎস হিসাবে থাকা দুটি নলকূপের জলের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দফতর।