আজকের দিনের কবিতা

বাঁশিওয়ালা
তমাল সাহা

আমি সেই বাঁশিওয়ালা, ছিলাম হ্যামলিনে।
সেই বাঁশিওয়ালা আমি এখন কলকাতার ময়দানে।

আমি একদিন খেলিয়েছিলাম খুব।
শহরের যতসব উৎপাতী ইঁদুর
সাগরে দিয়েছিল ডুব।
এবার ধরেছি উল্টোমুখী ঝুলন্ত বাদুড়
আগের বাঁশিওয়ালার চেয়ে
নিজেকে ভাবি বেশি বাহাদুর।

আমি বাঁশিতে তুলেছি সুর–
এবার রিগিং হবেনা,বুথ দখল তো বহুদূর।
তার মানে হবে, নীরবে বুঝে নিতে হবে।
এতো প্রমাণ হয়ে গিয়েছে নির্বাচনে
কী নিদারুণ ভোট কলকাতা কর্পোরেশনে!

বাকি সব ভোট-উৎসব মেলার সম্ভাবনা–
নিশ্চিত হয়ে গিয়েছে ঘোষণা।
তখন বাজাইনি কোনো বাঁশি
শ্মশানে যাবার পর আমি চিকিৎসায় আসি।
কোর্টে– কমিশনে মামলা-আলোচনায়
করিনি কোনো বিরোধিতা
আমরা শাসক, আমাদের দখলদারি
ধুর তোর করোনা! বজায় রাখতেই হবে ক্ষমতা।

আমি আরো ভালো বাঁশিওয়ালা হতে চাই
ডায়মন্ডহারবারে দশহাজারি জমায়েতের গোঁসাই।
এবার বলি
ধর্মীয় কাণ্ড, নির্বাচনী কারখানা বন্ধ থাকাই ভালো।
মানুষের পাশে আমি, চাই জীবনদায়ী আলো।

আমি ভাবী নেতা, নই কম হারামজাদা
তোরা তো হাঁদারাম ভোঁদা বোকাচো…!

নেতাদের ঘরে কালো টাকা ভর্তি সিন্দুক
জনতার ঘাড়ে রাখে বন্দুক।
ভাবে শালারা পুরো নির্বোধ, একেকটা উজবুক!