অবতক খবর,৪ জুলাইঃ উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি জিআরপির সাধারণ যাত্রীদের পাশে থাকার বার্তা ইতিমধ্যেই বিভিন্ন খবরের শিরোনামে উঠে এসেছে। আবার পুনরায় ট্রেন থেকে যাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জিআরপির তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় কুনতিঘাট এলাকার বাসিন্দা ৩৩ বছরের অভি ব্যানার্জি নামে এক ছিনতাইকারী অপর আর এক ছিনতাইকারী পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোর বেলায় ডাউন গৌড় এক্সপ্রেসে বাংলাদেশের ন্যাটর জেলার বাসিন্দা ডলি আচার্য সপরিবারে শিয়ালদহ মুখি যাবার সময় নৈহাটি কাকিনাড়া মধ্যবর্তী কাঁঠালপাড়া বঙ্কিম ব্রিজের নিকট ঘটনাটি ঘটে। ছিনতাইকারীর কাছ থেকে ছয়টি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে u/s 394/411 IPC ধারায় মামলা করে শিয়ালদহ কোর্টে পাঠানো হয়। এই ঘটনায় নৈহাটি জিআরপি তদন্ত শুরু করেছে তার পাশাপাশি পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে সনাক্ত করে ধরতে জোর কদমে শুরু করেছে।