অবতক খবর, উত্তর দিনাজপুরঃ “বাংলার গর্ব মমতা” কর্মসূচিত পালিত হল  বিধায়ক আব্দুল করিম চৌধুরী নেতৃত্বে ইসলামপুরে ।  তৃণমূল কর্মী সম্মেলনে শনিবার উপস্থিত হয়ে  ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী ভারতের সংবিধান পাঠ করেন এবং তার সাথে সাথে তা সবাই তা পাঠ করেন। পাশাপাশি এই কর্মসূচির মূল লক্ষ ও উদ্দেশ্য সবার কাছে তুলে ধরেন। সাংগঠনিক নির্দেশে সংবিধানের প্রস্তাবনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। ইসলামপুর টাউন লাইব্রেরী হলে আয়োজিত ওই কর্মী সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি ফরহাদ বাণুর প্রতিনিধি জাভেদ আখতার,কাউন্সিলর মেহেতাব চৌধুরী, সংগঠনের টাউন নেতৃত্ব গঙ্গেশ দে সরকার,যুব নেতা কামালউদ্দিন, মহিলা নেত্রী নীলিমা গুপ্ত প্রমুখ। ‘আমিও আছি মানুষের জন্যে।আছি মানুষের পাশে।তার আদর্শে অনুপ্রাণিত আমরা। রাজ্যে সিএএ আইন রুখতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করমসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

অন্যদিকে গোয়ালপোখর বিধানসভার লোধন হাই স্কুলে একই কর্মসূচিতে সামিল হন এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী। তিনিও সেখানে “বাংলার গর্ব মমতা”এই বিষয়ের সামগ্রিক দিক তুলে ধরেন দলের কর্মী,সমর্থক ও অন্যান্য নেতৃত্বের কাছে।