অবতক খবর: সালটা ৭০ এর দশক। ছোটখাটো চেহারা একটা ছেলে। ডাকাবুকো সঙ্গে প্রচণ্ড ম্যাচ টেম্পারমেন্ট। ফুটবলার গৌতম সরকার।এবার পেতে চলেছেন ‘মোহনবাগান রত্ন’।
সাতের দশকে মহম্মদ হাবিব, সুভাষ ভৌমিক, শ্যাম থাপারা মাঠে আগুণ ঝরাচ্ছে , এমন সময়ে গৌতম সরকারের ব্যতিক্রমী ম্যাচ টেম্পারমেন্ট টিমমেট থেকে শুরু করে সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছিল। কখনও প্রতিপক্ষের আক্রমণের মুখে পরে ঠিক সময়ে ডিফেন্সে দলের ভরসা জোগানোই হোক কিংবা ড্রেসিরুমে দলকে তাতানো! এক অদ্ভুত ক্যারিশ্মা কাজ করত ফুটবলার গৌতম সরকারের মধ্যে। ময়দানে বাংলার বেকেনবাওয়ার হয়ে উঠেছিলেন তাঁর এই ফুতবলের প্রতি ভালবাসা, টান থেকে।
সাফল্যের বৃত্তে ইস্তবেঙ্গলের হয়ে আই এফ এ শিল্ড জয় ১৯৭৪,৭৫ সালে। ১৯৭৮-৭৯ এবং ১৯৮০-৮১ সালে সবুজ মেরুন জার্সি গায়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি আজও তাড়া করে বেড়ায় দুই চির প্রতিদ্বন্দ্বী দলের জনতার মধ্যে।