অবতক খবর,১০ মার্চঃ বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাংলার মানুষ প্রস্তুত থাকুন আগামী দিনে এক ভয়ঙ্কর রক্তাক্ত ভবিষ্যতের জন্য। তিনি বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কোথাও খুন হতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার কোথাও মার খেতে হচ্ছে গ্রামের প্রধানের স্বামীকে এই সব কিছুই হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদান্তের ফল। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার দলের এমএলএ প্রতিবাদ করছেন আর কি দেখবেন বাংলার মানুষ বলেন অধীর।

তিনি বলেন পশ্চিমবঙ্গে আর কোন খবর নেই সকাল থেকে রাত পর্যন্ত চুরি দুর্নীতি কাঠ মানি গোষ্ঠীদ্বন্দ্ব এছাড়া খবরের কাগজ ইলেকট্রনিক মিডিয়া ওয়েব চ্যানেল সব একই ঘটনা। মানুষের কি হলো বেকারের কি হলো, শিক্ষার কি হলো স্বাস্থ্যের কি হলো এসব ব্যাপারে কারো কোন মাথাব্যথা নাই। সকাল থেকে রাত পর্যন্ত বাংলায় শুধু চুরি আর চুরি তাছাড়া বাংলায় আর কোন খবর নেই, বাংলার এই দুর্ভাগ্য কবে যে মুক্তি পাবে এই জেনে আমি নিজে আশঙ্ককৃত হচ্ছি বলে জানান অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী বলেন নওগাঁয় তৃণমূলের এখন যে ডন হয়েছে, কদিন আগে নওদা র পাশে নদীয়ার তৃণমূল নেতা খুন হয়েছে যারা জড়িত তারাই এই বোমা কান্ডের সঙ্গে জড়িত বলে জানান অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন নওদায় সবাই জানেন কার নেতৃত্বে কারা এইসব করেছেন, তিনি বলেন পুলিশ আমাদের চেয়ে বেশি ভালোভাবে জানে কিন্তু তারা কোন কিছু বলতে পারছে না।

তাই পূর্বে নওদা যে জায়গাটি ছিল শান্ত সেই শান্তির জায়গাটি এতদিনে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। কিছুদিন আগে ওখানে খুন হল গত দিন ওইখানে বোমা বানাতে গিয়ে বাস্ট করে মরল। আগামী পঞ্চায়েতের সাড়ে নওদা কিভাবে লুটতরাজ করা যাবে তার প্রস্তুতি রূপে বোমা বাধা হচ্ছিল, সেখানে এই বোমা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ফলে আরও তিনজন আছে যারা গুরুতর ভাবে আহত হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন এটি ওপেন সিক্রেট সবাই জানে তারা বোমাবাজ ছিল কাদের বোমা কিসের জন্য এই বোমা বাধা হচ্ছিল, কার লোক তৃণমূলের কোন গোষ্ঠীর লোক এগুলি সবাই জানে। অধীর রঞ্জন চৌধুরী বলেন আমরা চাই শুধু নওদা নয় পশ্চিমবঙ্গের সর্বত্র সন্ত্রাসমুক্ত হোক বোমা মুক্ত হোক, এবং অধীর রঞ্জন চৌধুরী বললেন আমরা সন্ত্রাস মুক্তের জন্য নওদায় আন্দোলনে নামছি।