অবতক খবর,২৪ ফেব্রুয়ারী: অধীর রঞ্জন চৌধুরী আর সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন। বাংলায় তিনি সাম্প্রদায়িক রাজনীতিকে আকড়ে ধরে টিকে থাকতে চান, সন্ত্রাসের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান। ভয়-ভীতির পর কিছু অনুদান। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের স্টাইল। ঠিক গরু মেরে জুতো দান।
তিনি বলেন এই যে ডাক্তারদের আজকে তিনি ডাকার প্রয়োজন মনে করলেন। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো তিনি আজকের থেকে নন, তার আমলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, কার মন্ত্রিত্বে আরজিকরের ঘটনা ঘটেছে, শুধু আরজিকর নয় এ বাংলায় প্রতিটি হাসপাতালে তার আমলে দুর্নীতি রন্ধে রন্ধে প্রবেশ করেছে। আজকের সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আর একটা বিভোজন তৈরি চেষ্টা করছে। অর্থাৎ চিকিৎসক সমাজের আন্দোলন তাকে যে পশ্চিমমুখে দাঁড় করিয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না।
প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে চিকিৎসক সমাজকে বিভাজিত করে আর একটা চিকিৎসক ফাইল তৈরি করতে চাইছেন। যেমন করে বাংলার শিক্ষক কুল কে বিভাজিত করেছেন, বাংলার মানুষ শ্রমিক কৃষক সমস্ত কে তিনি বিভাজিত করেছেন ঠিক তেমনি ভাবে ডাক্তারদের মধ্যে বিভাজন করে তিনি একটি অংশকে তার মধ্যে নিয়ে আসতে চেয়েছেন এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর বিভাজনের রাজনীতি বললেন অধীর।