নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন প্রত্যেক বছরের ন্যায় এবছরেও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে আসেন বর্ধমান শহরের বহু মানুষ এবং ব্যাবসাদাররা। মহা ধুমধামের সঙ্গে পালিত হয় সর্বমঙ্গলা মন্দিরে পুজো।
এদিন দর্শনার্থীদের মুখে একটাই কথা আগের বছরে অনেকে করোনার জন্য আসতে পারেনাই পুজো দিতে। এবছরেও করোনা রয়ে গেছে। তবে দর্শনার্থীরা কিন্তু পুজো দিয়ে গেলেন মন্দিরে। তবে এবারে অধিকাংশ মানুষ চাইছেন করোনা মুক্তি হোক যে ভাবে জাঁকজমক ভাবে পূজা হয় সেভাবে না হলেও কিছু সংখ্যক মানুষ মন্দির প্রাঙ্গনে পুজো দেওয়ার ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায়।
মন্দির কমেটির পক্ষ থেকে বার বার মাইকিং করা হচ্ছে মাক্স পরে পুজো দিতে এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে পুজো দিতে, যাতে আর কোনরকম সংক্রমণ না বাড়ে। এই সর্বমঙ্গলা মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে, হাতের লক্ষ্মী গণেশ নিয়ে পুজো দিলেন কেউ নিজের ব্যবসার জন্য, কেউবা নিজের পরিবারের জন্য, কেউ বলেন সারা বছর যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে সেই নিয়ে মানব কামনা করলেন মা সর্বমঙ্গলা মন্দিরে যাতে করোনা মুক্তি হোক।