অবতক খবর :: উত্তর দিনাজপুরের সোনাপুর ও বিহারের ঠাকুরগঞ্জ বাংলা বিহার সীমান্তে করোনা ভাইরাস সংক্রমণ রোধে তল্লাশী শুরু করেছে স্বাস্থ্য দফতর ও জেলা পুলিশ প্রশাসন। এদিন সকাল থেকে সীমান্ত এলাকায় স্বাস্থ্য দফতর ক্যাম্প বসিয়ে তল্লাশী করে। বিহার থেকে আসা প্রত্যেকটি গাড়িতে তল্লাশী চালানো হয়। বিহার সীমান্তের পরই রয়েছে নেপাল সীমান্ত।
কাজেই সেখান থেকে ভারতে প্রবেশ করা খুবই সহজ। কেউ যদি সর্দি কাশি জ্বর নিয়ে জেলায় প্রবেশ করে তার উপর নজর রেখে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকা দিয়ে যারা প্রবেশ করছে তাদেরকে মাস্ক পরার নির্দেশ দিয়ে সতর্ক করা হচ্ছে। এই কর্মকাণ্ডে হাত বাড়িয়েছে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন। সব মিলিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রুখতে জোরদার তল্লাশী চালানো হচ্ছে বাংলা বিহার সীমান্ত এলাকায়।