অবতক খবর,২৪ অক্টোবর: বাউল শিল্পীর পাশে দাঁড়ালো সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন। শারদ উৎসব উপলক্ষে নতুন শাড়ি এবং কিছু আর্থিক সহায়তা নিয়ে শ্যামনগরের মাধবী বাউলের বাড়ি পৌঁছে গেল সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পাল। সাথে ছিলেন বাঁচিক শিল্পী পাপিয়া দাস রায়, সদস্য উৎপল রায়, হিন্দুস্থান কলোনি পুজো কমিটির সম্পাদক অভিজিৎ দেবনাথ।

এ নিয়ে বাউল শিল্পী জানালেন মঞ্চে মঞ্চে অনুষ্ঠান করেই তাদের সংসার চলে। তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে যেহেতু কোন অনুষ্ঠান হচ্ছে না এবং গানের টিউশনিও করাতে পারছেন না, তাই চরম দারিদ্র্যতা নিয়ে দিন গুজরান হচ্ছে।
এই পরিস্থিতিতে দুর্গা পুজো উপলক্ষে সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পাল একটি শাড়ি এবং কিছু আর্থিক সহায়তা নিয়ে পৌঁছে যান বাউল শিল্পীর বাড়ি। এছাড়াও এই সংস্থার পক্ষ থেকে বৃহত্তর শ্যামনগর অঞ্চলের বহু দারিদ্র্য পরিবার গুলোতে পৌঁছে যান শাড়ি এবং আর্থিক সহায়তা নিয়ে।

সংস্থার সম্পাদক গৌতম পাল জানান, পুজো উপলক্ষে আমাদের কার্যালয় যেকে বহু প্রান্তিক মানুষের হাতে খাদ্য-বস্ত্র সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছি। এর পাশাপাশি আমরা বিভিন্ন মানুষের বাড়িতেও পৌঁছে যাচ্ছি খাদ্য-বস্ত্র ও আর্থিক সহায়তা নিয়ে।