অবতক খবর,১৬ আগস্ট: শ্রাবণ মাসের শেষ সোমবারে বহু দূর দূরান্ত থেকে আগত ভক্তদের ভিড় মুর্শিদাবাদের বাগডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে।
ভারতবর্ষের একমাত্র পঞ্চমুখী শিব মন্দির মুর্শিদাবাদের বাগডাঙ্গায় অবস্থিত।
এই পঞ্চমুখী শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো,শ্রাবণ মাসের শেষ সোমবারে।
বিভিন্ন মনস্কামনা নিয়ে দূরদূরান্ত থেকে ভক্তরা পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাগডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরে এসে হাজির।
ভক্তরা জানিয়েছেন, অন্যান্য বছর এবছরের থেকে অনেক বেশি ভিড় থাকতো মন্দির চত্বরে।
তবে করোনা মহামারীর জন্য ভিড় কিছুটা হলেও কম এবছর মন্দির প্রাঙ্গণে।
ভক্তরা জানিয়েছেন, তারা স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে শিবের মাথায় জল ঢালতে ব্রতী হয়েছেন। শিবের মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা পূরণের আশা রাখছেন।