অবতক খবর, শিলিগুড়িঃ নকশালবাড়ি ব্লকের অটল, মহাসিংহ জোত, মৌরিজোতে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কার্শিয়াঙ ডিভিশনের অন্তর্ভুক্ত বাগডোগরা বনবিভাগের কর্মীরা লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার করল। শনিবার উদ্ধার করা কাঠগুলি শাল গাছের ছিল বলে বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ জানিয়েছেন। বাগডোগরা বনবিভাগের রেঞ্জার , প্রায় ৬ লক্ষ টাকার এই কাঠ পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছিল। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বনবিভাগের কর্মীরা।