অবতক খবর, বাগুইআটি : বাগুইআটি অর্জুনপুর চড়কতলা প্রোমোটার বাবলু কর্মকার একটি নির্মীয়মাণ বহুতল তৈরি করছেন। অভিযোগ নির্মীয়মাণ বহুতলে যখন কাজ চলছে পাশে একটি টালির বাড়ি আছে সেই বাড়ির উপরে বহুতলের তক্তা পড়ছে ফলে টালির বাড়িতে ক্ষতি হচ্ছে, বাড়ির লোক ও আক্রান্ত হচ্ছে।
এলাকার লোকজন আরো অভিযোগ করেছে এই বহুতলটি বেআইনিভাবে করা হচ্ছে। অভিযোগ উঠেছে, এই নিয়ে প্রতিবাদ করতে গেলে মহিলাকে হুমকি দেওয়া হয় সঙ্গে মহিলাকে মারধর করা হয়। বাগুইআটি থানায় গেলে পুলিশের সঙ্গে বচসা হয় এলাকার লোকজনের। সব মিলিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে এখন। বাগুইআটি অর্জুনপুর চড়কতলা এলাকায় বাবলু কর্মকার বিধাননগর পৌরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা সাহার জামাই। এই ঘটনা নিয়ে ভুক্তভোগী মহিলা জানিয়েছেন, ‘ বাবলু কর্মকার আমায় টেনে ব্লিডিং ঢোকাতে চাইছিল। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। প্রোমোটার বাবলু কর্মকার আমাকে আঁচড়ে দিয়েছে হাতে। ‘ আর এক মহিলা জানিয়েছেন, ‘আমরা স্নান করি আর নির্মীয়মান বহুতলের ওপর থেকে তাকিয়ে দেখে। একটা ছোট বাচ্চার মাথায় চাই এসে পড়েছিল। প্রতিদিন আমরা সহ্য করে যাই।’
অভিযোগ উঠছে প্রমোটার বাবলু কর্মকার নিজের রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে এই বহুতল নির্মাণ করছে।