অবতক খবর,২৬ মার্চ: বাগুইআটি চিনার পার্কে ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে ২৫ ভরি সোনার গয়না এবং তিন লক্ষ টাকা হাতানোর অভিযোগ।
গত ১৭ তারিখে চিনার পার্কের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে প্রথমে ভাবে ইনকাম ট্যাক্স অফিসার সত্যিই রেট করেছে।
পরবর্তী সময় জানতে পারে আদতে তারা ইনকাম ট্যাক্সের কোন অফিসার নয়।
এরপরেই বাগুহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে সাতজনকে গ্রেফতার করে
তাদের মধ্যে পাঁচ জন সিআইএসএফ কর্মী
এবং একজন মিডিলম্যান আর একজন গাড়ির চালক
এই গোটা ঘটনায় সেই বাড়ির এক বউ গোটা ঘটনার ইনফরমেশন দিয়েছিল।