অবতক খবর :: আসানসোল :: আসানসোলের পশ্চীমবাঙলা ও ঝাড়খন্ডের সীমান্ত ডুবুরড্ডী চেকপোস্টে ভীন্নরাজ্যথেকে আগত পরীযায়ী শ্রমীকদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রচেস্টাতে যেমন সাস্থ পরীখ্যা করীয়ে রাজ্যের বীভীন্ন জেলাতে পরীযায়ী শ্রমীকদের বাসে করে বা়ড়ী পৌছানো হচ্ছে।
তেমনী অপর দীকে দেখাগেলো বাঙলার গর্ব মমতা কুলটী ব্লকের টীমের প্রচেস্টা তে বেশ কীছু দীন ধরে রান্না করে ভাত,ডাল,সব্জী, থালা পাতাতে সাজীয়ে দেওয়া হচ্ছে সাথে পানীয় জলের বেতল পরীযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া সাথে সামাজীক দুরত্ব বোজায়রেখে লাইনের মধ্যে হাতে স্যানাটাইজার দীয়ে। প্রতীদীন কয়েকশো পরীযায়ী শ্রমীকদের খাবার খাওয়ানো হয়।
বাঙলার গর্ব কুলটী টীমের বক্তব্য যে ভীন্ন রাজ্যে থেকে আগত পরীযায়ী শ্রমীকরা যেন অভুক্ত না থাকে তাই এই প্রয়াস !সাথে সরকারী নীয়ম মেনে সাস্থপরীখ্যার পর রাজ্যের বাসে করে নীজে জেলাতে অর্থাত বাসে করে বাড়ী পৌছানো হচ্ছে !