অবতক খবর :: শিলিগুড়ি ::   মাছ পাওয়া যাচ্ছে না, তাই ভীড় বেড়েছে মাংশের দোকানে, মুরগী কিংবা পাঠা সব দোকানে লাইন দিয়ে কিনছেন মানুষ। শিলিগুড়ি শহরে আগামীকাল থেকে বন্ধ পাইকারী মাছের বাজার,ফলের বাজার এবং সবজীর বাজার,তাই আজ থেকেই মাছওয়ালাদের দেখা নেই বললেই চলে।

রাস্তা দিয়ে চলা মাছের বিক্রেতাদের সংখ্যাও যেমন কম,তেমনি বাজারে মাছের বিক্রেতাও খুব সামান্য পরিমানে আসছেন।যাও মাছ আছে তাও দাম প্রচণ্ড বেশী। বাধ্য হয়েই মাংশের দিকে ঝুকছেন মানুষ। মুরগী কিংবা পাঠা সব দোকানেই ভীড়, জিজ্ঞাসা করলে বলছেন সপ্তাহে একটাই তো দিন তাতে একটু ঘরে বসে আনন্দ করা। করোনার কারনে প্রথমদিকের লকডাউনে মাংশের দোকানগুলি ছিলো একেবারেই ফাকা,কিন্তুু অবস্থার পরিবর্তন ঘটেছে,মানুষও মাংশ খেতে আরম্ভ করছেন,আবার মাছের পাইকারী বিক্রি বন্ধ হওয়াতে কপাল খুলেছে মাংশ বিক্রেতাদের।