অবতক খবর,১০ সেপ্টেম্বর: বাজার করতে বেড়িয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার পূর্ব বর্ধমানের ভোতারপার এলাকার বাসিন্দা আলি হোসেন সাইকেলে চেপে বাজার করতে বিজয়রাম যাচ্ছিলেন। বর্ধমান কাটোয়া রোডের উপর নেড়োদিঘী এলাকায় কাটোয়া থেকে বর্ধমানগামী একটি বাস তাকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় আলি হোসেনের(৭০)।
ঘটনার পর এলাকাবাসীরা পথ অবরোধ করে। অভিযোগ সেই সময় কয়েকটি বাসেও ভাঙচুর করার চেষ্টা করে উত্তেজিত জনতা। দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তোলা হয় অবরোধ। এলাবাসীদের অভিযোগ, এটি একটি জনবহুল এলাকা হওয়া স্বত্ত্বেও দ্রুত গতিতে এখান দিয়ে যানবাহন চলাচল করে। ফলে প্রায়শই এই অঞ্চলে দুর্ঘটনা ঘটে থাকে। এলাকায় দুর্ঘটনা কমাতে স্থানীয়দের তরফে জেলা প্রশাসনকে জানানো হয় গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের জন্য। এই মর্মে তারা পুলিশ ও প্রশাসনের কাছে ডেপুটেশনও দেবেন বলে জানান স্থানীয়রা।