অবতক খবর,২৯ জুলাই: কয়েকদিন আগেই রাজ্যের মোট ১৭ টি পৌরসভায় ১৮৩৪ জনের বেআইনি নিয়োগ সম্পর্কে একটি চার্জশিট ফাইল করে সিবিআই। এই ১৭ টি পৌরসভার মধ্যে রয়েছে হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভাও। এই পুর নিয়োগের দায়িত্বে ছিল প্রোমোটার অয়ন শীলের সংস্থা।
অপরদিকে এই ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে জেরায় অয়নশীল স্বীকার করে নিয়েছেন যে, কোনরকম ফ্যাকাল্টি বা এক্সপার্ট ছাড়াই বাজার চলতি জেনারেল নলেজ এবং কম্পিটিটিভ এক্সামের বই কিনে এনে তাঁর সংস্থার অফিসে বসেই তিনি এবং তার কর্মচারী মিলে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, পুর নিয়োগ মামলায় কোমর বেঁধে নেমেছে সিবিআই। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। তদন্ত তারা চালিয়ে যাবেন এবং আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসে বলে দাবি সিবিআইয়ের।