হক জাফর ইমাম :: অবতক খবর :: মালদহ :: মালদা জেলায় লকডাউন, তারমধ্যে জাতীয় সড়কে বাজার বসাতে গিয়ে পুলিশকর্মীদের রোষের শিকার হলেন একদল সবজি বিক্রেতা । তাদের অভিযোগ এদিন সকালে তারা যখন সবজি নিয়ে রাস্তার উপরে বসে বিক্রি করছিলেন তখন কিছু সিভিক ভলেন্টিয়ার এসে তাদের সবজির ডালি লাথি মেরে উল্টে দেন। বিক্রেতাদের সবজি নিয়ে উঠে যেতে বাধ্য করা হয়।
এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয় ওই সবজি বিক্রেতাদের মধ্যে। তাদের বক্তব্য পুলিশ যদি না চায় তাহলে তাদেরকে বসতে দেওয়া উচিতই হয়নি। কিন্তু পেটের তাগিদে তারা সবজি নিয়ে এসেছিলেন পুলিশ যখন তাদের উঠে যেতে বলে। তখন তারা কিছুটা সময় চেয়ে ছিলেন। কিন্তু সেই সময় তাদের দেওয়া হয়নি।
কবিতা মন্ডল নামে গোপালপুর এলাকা থেকে আসা এক সবজি বিক্রেতা বলেন আমরা পুলিশকে বলেছিলাম আমাদেরকে একটু সময় দেন। ভ্যান রিক্সায় করে আমরা সবজি নিয়ে চলে যাব। কিন্তু আমাদের ঐটুকু সময় পুলিশ দেয়নি। সবজি লাথি মেরে উল্টে দেওয়া হয়েছে। আমরা গরীব মানুষ তাই আমাদের উপরে এই ধরনের ব্যবহার করা হচ্ছে। আমরা চাই আমাদের অবস্থা বুঝে পুলিশ আরো মানবিক আচরণ করুক।