অবতক খবর,৮ নভেম্বর নদীয়া: নদীয়ার হাঁসখালি থানার অন্তর্গত ছোট চুপড়ি গ্রামে বাজি ফাটানো শব্দের শিশুরা ভয়ে কান্না করছে,তারই প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন এক প্রতিবাদী বৃদ্ধ। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার হাঁসখালি থানার ছোট চুপরি এলাকার।মৃত্ ব্যাক্তির নাম সুভাষ বিশ্বাস বয়স 78 বছর।তার বাড়ির সামনে,ওই দিন আনুমানিক দশটা নাগাদ বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী বেশ কয়েকজন ব্যক্তি। তার বাড়িতে ছোটো বাচ্চা ভয়ে কান্না করছিলো তাই সুভাষ বিশ্বাস তাদের বাজি ফাটাতে নিষেধ করে।তখন অভিযুক্তরা সুভাষ বিশ্বাসকে বাড়ির মন্দিরের সামনে টেনে নিয়ে এসে মারধর করে এবং হাসুয়া দিয়ে মাথায় এবং শরীরে এলোপাথাড়ি কোপায়।
পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতাল এবং পরবর্তীতে নীলরতন মেডিকেল কলেজ কলকাতা তে নিয়ে যাওয়া হয় এবং গত শনিবার তার মৃত্যু হয় বলে জানা যায়। রবিবার তার মৃতদেহ বাড়িতে এলে শোকে ভেঙে পড়ে গোটা এলাকা।
এই ঘটনায় অভিযোগ দায়ের করার পরও এখনো অভিযুক্তরা অধরা। এলাকার সাধারন মানুষেরা প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন। অভিযুক্ত একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। এ বিষয়ে হাঁসখালি ব্লকের ব্লক প্রেসিডেন্ট এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, দল এ বিষয়ে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত গ্রহণ করছে এবং তাকে ওই পথ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তের আগে ও একাধিক মামলায় অভিযুক্ত। এ ঘটনায় প্রশাসন এখনো অবধি অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।