বাজেট
তমাল সাহা

বাজেটেতে বাজ আছে,
তোমরা জানো কি?
চাকরিজীবী পাইল সুযোগ,
এইটা জন বাজেট নাকি?

কথায় কয় জেনারেল বাজেট,
জেনারেলরা পাইল তবে কি?
উইল্টা,পাইল্টা বাজেট দেখি,
ভস্মে ঢালা ঘি।
এইটা জন বাজেট নাকি?

টাকা পাইল হেক্টরঅলা জমির মালিক,
ভাগচাষী ভূমিহীনে পাইল তবে কি?
বাজেট বাজেট নামেই বড়, সেরা চালাকি–
এইটা জন বাজেট নাকি?

গরু আবার উঠল জাতে,
কামধনুতে পাইল কোটি কোটি।
মাঠের রাখাল রইল মাঠে, পাইল তবে কি?
এইটা জন বাজেট নাকি?

অসংগঠিতে পাইল পেনশন,
বেকার তবে কোন সে নেশন?
পেটে পিঠে আর চামড়া আছে কি?
এইটা জন বাজেট নাকি?

দেশপ্রেম বাড়ল অনেক,
দেশরক্ষা পায় কোটি কোটি,
হাঁটু ভাইঙ্গা খাটল যারা তারা পাইল কি?
এইটা জন বাজেট নাকি?

ষাইট লক্ষ কারখানা হাওয়া
মজুরগো বন্ধ খাওয়া
সর্বনাশের বাকি রইল কি?
এইটা জন বাজেট নাকি?

বেকারগো হইবটা কি?
বাজেট দিল পুরা ফাঁকি।
নতুন কারখানা হইব কবে?
এইটা জন বাজেট নাকি?

বাইশটা এইমস্ হইল যদি,
মন্ত্রী তো যায় নার্সিং হোমে,
দেশি হাসপাতাল করে তবে কি?
এইটা জন বাজেট নাকি?

শিক্ষা আর চাকরি চাই,
একটা ভারত দুইটা নাই।
কপালপোড়ারা পাইল তবে কি?
এইটা জন বাজেট নাকি?

বিরাশি কোটি ভোটার বটে,
সাত কোটিতে পাইল সুযোগ।
পঁচাত্তর কোটি চুষবো তবে কি?
এইটা জন বাজেট নাকি?

বাজেটের বাজ পড়ল কোথায়?
সাধারণ মাইনষের ছোট্ট মাথায়।
নেতাগো হইল তাতে কি?
এইটা জন বাজেট নাকি?