অবতক খবর,২ ফেব্রুয়ারি: তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন। সর্বসম্মতিক্রমে চেয়ারপার্সন নির্বাচিত হলেন তিনি। মমতার তৃণমূলের চেয়ারপার্সন হওয়ার কথা ঘোষণা করলেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। ৪ বছর পর আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হল। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন দল সবার আগে, কোনও বিরোধিতা মেনে নেবেন না তিনি। এছাড়াও মঙ্গলবারের বাজেট পেশ নিয়েও বিজেপি সরকারকে তুলোধোনা করেন তিনি।
কী জানালেন তৃণমূল সুপ্রিমো?
- ‘গতকাল একটাবাজেট হল’
- ‘বিজেপিকে দেখলে মনে হয়, চু কিতকিত দল’
- ‘মানুষ চাল চায়, ডাল চায়, হিরে নয়’
- ‘হিরের ঝোল, চচ্চরি, তরকারি বানাবে?’
- ‘আর নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে’
- ‘১০০ দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে’
- ‘কমাতে কমাতে এমন করেছে এবার তো আর বাজেটে টাকাই নেই’
- ‘কেউ প্রতিবাদ করে না, বলে সরি’
- ‘ওইরকম প্রতিবাদ নয়, ঘেউ ঘেউ করলে, পাল্টা ঘেউ ঘেউ করব’
- ‘পিএম কেয়ার্সে কোটি কোটি টাকা তুলে নিল’
- ‘ক্যাগ কাউন্ট করবে না’
- ‘সরকারি কর্মীদের টাকা নিয়ে নিয়েছে’
- ‘এই দিয়ে দেশ চলতে পারে না’
- ‘রেল থেকে সেল বিক্রি করে দিচ্ছে’
- ‘কোথায় যাবে মানুষ, খুব খারাপ দিন আসছে’
- ‘কোভিডের নামে দোহাই দিচ্ছে’
- ‘কখনও পুলওয়ামা করে ভোট পার করে নিচ্ছে’