অবতক খবর , সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলার আত্রায়ী এবং পুনর্ভবা নদীর জল কিছুটা কমলেও এখনও জল বাড়ছে টাঙ্গন নদীর।এদিকে জলের তোড়ে মালদা জেলার গাজলের কদুবাড়ি এলাকায় ভেঙেছে টাঙ্গন নদীর বাঁধ। যার জেরে নতুন করে প্লাবিত হয়েছে বংশীহারী ব্লকের জয়দেব পুর, দেউড়িয়া,বাজেহিরিপুর,হেয়ালদহ, টেপ্রিদহ, বিশ্বনাথডোবা সহ একাধিক এলাকা। বংশীহারী ব্লকের টাঙ্গন নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকাজুড়ে একাধিক গ্রামে রাস্তার ওপর দিয়ে বইছে কোথাও হাঁটু কিংবা কোথাও অথৈ জল।
ইতিমধ্যেই জল প্রবেশ করে ক্ষতিগ্রস্থ হয়ছে বহু বাড়িঘর।পাশাপাশি বংশীহারী মির্জাতপুর এলাকাতেও নতুন করে জল বেড়েছে। বাড়ি ছেড়ে প্রায় শতাধিক মানুষ জন্য আশ্রয় নিয়েছেন টাঙ্গন ব্রিজের পার্শ্ববর্তী পাকা রাস্তার উপর। মির্জাতপুর এলাকার রাস্তায় এসে ওঠা বাসিন্দাদের অভিযোগ কেও কেও সরকারি ত্রিপল পেলেও সেভাবে সাহায্য জোটেনি এখনও অব্ধি। এদিকে ছোট ছোট বাচ্চা নিয়ে অত্যন্ত কষ্টে সাপ পোকা মাকড়ের ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে তাদের।
বংশীহারী জয়দেবপুর গ্রামে নতুন করে জল প্রবেশ করেছে একাধিক বাড়িতে, চলাচলের রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত যার জেরে গ্রামের যোগাযোগ বন্ধের উপক্রম । শুকনো জায়গার অভাবে রাস্তার উপর অবশিষ্ট স্থলভাগে আশ্রয় হয়েছে এলাকার গবাদিপশুর।