অবতক খবর,৩ ফেব্রুয়ারী : Wb60s5191বাড়ির সামনে থেকে স্করপিও গাড়ি চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার বিলাসপুর ১২ নং জাতীয় সড়কের পাশে একটি বাড়ির সামনে থেকে। বিলাসপুর বাসিন্দা একরামুল হক জানিয়েছেন, রবিবার রাতে ১ টা ৩০ নাগাদ গাড়ির চুরির ঘটনা সিসি ক্যামেরা ধরা পড়েছে।
করণদিঘী থানার বিভিন্ন এলাকায় একের পর এক চুরি কখনো বাড়িতে চুরি আবার জাতীয় সড়কে পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে তেল চুরি, গাড়ি চালক থেকে গাড়ির মালিকরা আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা সহ গাড়ির মালিকরা চুরির ঘটনার তদন্ত দাবি জানিয়েছেন।