অবতক খবর , অভিষেক দাস, মালদা:- নিজের মত করে বাড়ি সাজানোর ইচ্ছে সকলেরই থাকে।বাড়ির সৌন্দর্য’ বাড়াতে শীতের মোরশুমে অনেকেই ব্যালকনি কিংবা ছাদে টব দিয়ে মোরশুমি ফুল গাছ সাজান।

 

অনেকে আবার ফুল বাগান তৈরি করেন তবে এই বছর করোনা পরিস্থিতিতে মানুষের অবসর কিছুটা হলেও বেড়েছে। দীর্ঘ লকডাউনে ঘর বন্দি ছিল মানুষ এখনও অনেকে করোনা আতঙ্কে গৃহবন্দি।

তাই অবসর সময়কে কাজে লাগালে শীত পড়তেই মোরশুমী ফুল গাছ লাগানো শুরু করেছেন অনেকে।

 

বাড়িতে ফুল গাছ লাগিয়ে সকাল-সন্ধ্যা তার পরিচর্যা করে দিন কাটাচ্ছেন অনেকে। তাই শীতের মোরশুম পড়তেই মালদা শহরের ফুল গাছের দোকান গুলোতে উপচে পড়ছে ভিড়।

গাদা,ডালিয়া,চন্দ্রমল্লিকা,তো বটেই তার সঙ্গে ক্রমশ চাহিদা বেড়েছে বিদেশী প্রজাতির এঞ্জেল ট্রাম্পেট, গ্লিরিসিডিয়া,কানাই , ডিঙ্গা,ক্যানাঙ্গা,ডম্বিয়া,আফ্রিকান বাওবাব,’পিটুনিয়া,গ্যাজানিয়া,সিনেরিয়া,জারবেরার মতো অন্যান্য মোরশুমি ফুলেরও।বিভিন্ন প্রজাতির গোলাপ থেকে শুরু করে পাতাবাহার গাছের চারা কিনছেন ক্রেতারা।