অবতক খবর,৭ ফেব্রুয়ারি: কলকাতায় ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবারহের কাজ চালু হয়ে যাবে ২০২৪ সালের মধ্য়ে। এরপর কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে ওই ব্যবস্থা চালু করা হবে। এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।প্রথমে এই কাজ শুরু হবে কলকাতায়। এমনটাই পরিকল্পনা করেছে সরকার। বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার ওই কাজে হাত দিয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা গেইল ও গ্রেটার গ্যাস কর্পোরেশন মিলে তৈরি হয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন। পানাগড় থেকে কলকাতা ও হলদিয়া পর্যন্ত পাইপলাইন বসাবে গেইল। কলকাতার মুকুন্দুপুর বাইপাস থেকে বজবজ পর্যন্ত গ্যাস পাইপ লাইন বসবে। ওই লাইন ছুঁয়ে যাবে যাদবপুর ও টালিগঞ্জকে। এনিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় বৈঠক হয়ে গিয়েছে।