অবতক খবর,১০ সেপ্টেম্বরঃ বানজেটিয়া এক মুড়ি মিলে চালু অবস্থায় ভাটির এক মেসিন বাস্ট করে, সেই সময় মেশিনের সামনে চুনা খালির উত্তম বলে এক কর্মচারী কাজ করছিলেন। মেশিন বার্স্ট করার শব্দ শুনে ঘটনাস্থলে অন্যান্য কর্মচারীরা ছুটে এসে দেখেন ওই উত্তম নামে কর্মচারী দূরে ছিটকে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কি কারনে মেশিন বাস্ট করল, কেউ বলতে পারছে না।

এই ঘটনায় ওই মুড়ি মিলে আরেক কর্মচারী বুদ্ধদেব মাঝি তিনি বলেন হঠাৎ করে এক বিকট শব্দ শুনতে পেয়ে ভিতরে গিয়ে দেখতে পায় ও দূরে ছিটকে পড়ে আছে। তিনি বলেন সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে হসপিটালে চলে আসি। তিনি আরো বলেন এই হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার পর উত্তম মারা যায়। উত্তম ঐ মেশিন ঠিক করার পর চালু করে, তারপরে এই দুর্ঘটনা বলে জানা যায়। বুদ্ধদেব জানান যে উত্তম ওই মেশিনের মিস্ত্রি। মেসিন টি গন্ডগোল করায় সে ঠিক করে এবং চালু করে তারপরে এই দুর্ঘটনা।