অবতক খবর,১৬ সেপ্টেম্বর: ইয়াসের ক্ষত সেরে উঠতে না উঠতেই আবার কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। বুধবার রাত থেকে ঢুকেছে এনডিআরএফ-এর টিম। তারা জলমগ্ন এলাকা গুলিতে ঘুরে ঘুরে উদ্ধার কার্য চালাচ্ছে। কেলেঘাই ও বাগুই নদীর ওপর দিয়ে বিপদ সীমার মধ্যে দিয়ে জল ঢুকছে বিশ্বনাথ পুর, তাপিন্দা, নৈপুর টাকাবেড়িয়া, গোকুলপুর সহ একাধিক গ্রামে।
নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও। দুর্গত মানুষদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির। যাদের কাঁচা বাড়ি তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাদের পার্শ্ববর্তী পাকা স্কুল ঘর বা বড়ো বড়ো পাকা বাড়িতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। শুকনো খাওয়ার মজুত করা হয়েছে প্রশাসনের পক্ষ্য থেকে।