বাবা
তমাল সাহা

বাবাকে জিজ্ঞেস করেছিলুম, যুধিষ্ঠিরের সঙ্গে কেন সারমেয়?
বাবা বলেছিল, যুধিষ্ঠির সত্যবাদী এবং কুকুর বিশ্বস্ত। বাকিটা পরে বুঝে যাবি।

বুঝেছি পরে– শাসক সবচেয়ে সত্যবাদী এবং বিশ্বস্ত যারা তারা বুদ্ধিজীবী।
বাবা বলেছিল, বাকিটা বুঝে নিবি পরে।
সেটা কেন বলতে চায়নি বুঝেছি অনেক চিন্তা করে।
কুকুর ও বুদ্ধিজীবী দুজনেই প্রভুর পেছনে ঘোরে এবং লেজ নাড়ে।

এবার নক্ষত্রলোক হইতে পিতা কহিলেন, রে পুত্র! মহাভারতের যুগে যুধিষ্ঠির ছিলেন ধর্মপুত্র। কুকুর ছিলেন ধর্ম। বর্তমানে শাসকের ধর্মই ধর্ম। বুদ্ধিজীবীরা ধার্মিক শাসকের পদলেহনকারী জাতক–ঘাতকের সহায়ক।