অবতক খবর,২৪ জুন,সনৎ বর্মন,কোচবিহারঃ জানা গিয়েছে দিনহাটার বামন হাট গ্রাম পঞ্চায়েতের পাথরসন এলাকায় একটি বাড়ির শোবার ঘর থেকে প্রাপ্তবয়স্ক একটি গোখরো সাপ উদ্ধার করল ঈশান ফাউন্ডেশনের সদস্য তথা সর্প প্রেমী তপন কুমার দেব।
শুক্রবার সাতসকালে ঘুম থেকে উঠেই বাড়ির সদস্যরা দেখতে পায় অপর একটি ঘরের দরজার নিচে আটকে রয়েছে একটি সাপ। এরপর খবর দেওয়া হয় সর্প প্রেমী তপন কুমার দেবের কাছে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ঈশান ফাউন্ডেশনের দুই সদস্য তপন কুমার দেব ও কৌশিক রায়।
দ্রুত সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এই নিয়ে সর্প প্রেমী তপন বাবু জানান, সাপটি একটি ইঁদুর ধরে খেয়েছিল সে কারণেই ঘরে ঢুকতে গিয়ে ঘরের দরজার নিচে আটকে পড়ে।
তবে সুস্থ অবস্থায় সাপটিকে উদ্ধার করতে পেরে অনেকটা খুশি সর্প প্রেমী তপন কুমার দেব। এবং সাপ বিষয়ে নানা রকম সচেতনতার বার্তা তুলে ধরেন সাধারণ মানুষের মধ্যে। পরে সাপটিকে নির্দিষ্ট একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।