অবতক খবর,২১ ফেব্রুয়ারী : জানা যায়,আজ সকালে মুর্শিদাবাদে নবগ্রাম এর গোপগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছোট বোলোরো গাড়ি নলহাটির দিক থেকে সবজি খালি করে বেলডাঙার দিকে যাচ্ছিল। এমন সময় একই দিক থেকে আসা একটি বড় লরি তাকে সজোরে পিছনে ধাক্কা মারে যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাসের নয়ন জলীতে উল্টে যায়।
ঘটনায় গুরুতরভাবে আহত হয় গাড়ির চালক টুটুল শেখ নামে এক ব্যক্তি জানা যায় তার বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙা থানা এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় শিবপুর টোল প্লাজা কর্মীদের দ্রুত তারা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এবং দুর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করে। এবং বড় লরিটিকে আটক করা হয়েছে তবে ড্রাইভার পলাতক বলে জানা যায়।