অবতক খবর,২৬ ফেব্রুয়ারী: বারাকপুর জাফরপুর কালীতলায় কিশোরী ধর্ষণের প্রতিবাদে মোহনপুর থানার সামনে অগ্নিমিত্রা পল রাস্তায় বসে বিক্ষোভ। অগ্নি মিত্রা পল বলেন শুভ মজুমদার একজন তৃণমূলের সক্রিয় কর্মী যিনি ভোটের সময় বুথেও বসেন পার্টিতেও থাকেন তাকে আড়াল করবার জন্য সব রকম চেষ্টা করছে। রাজ্যজুড়ে যেভাবে কিশোরী ও মহিলাদের ধর্ষণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন না।

পুলিশ মন্ত্রীর কাছে একটাই দাবি আমরা কি শুধু ধর্ষিতাই হয়ে যাব ধর্ষিতা হওয়ার জন্য কি জন্মেছি। জনবহুল এলাকায় যদি এভাবে ধর্ষণ হয় তাহলে নিরাপত্তা কোথায় মহিলাদের। খুন বা ধর্ষণ হলে পুলিশ ঝাঁপিয়ে পড়ে তদন্ত চাপা দেবার জন্য। সুকন্যা চ্যাটার্জি র সাথে যেটা হল ন্যাশনাল হাইওয়েতে পুলিশ বলছে পুলিশ পেট্রোলিন ছিল। যারা এই ধর্ষিতা হচ্ছেন তাদেরই তৃণমূলের সাথে একটা লিংক দেখা যাচ্ছে। হয় নেতা নয় কর্মী, জড়িয়ে যাচ্ছে।